Monday , 13 October 2025

দিনাজপুরে অন্বেষা সরকার এন্ড চৌধুরী ফুড প্রোডাক্টস ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে জরিমানা।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার সদর উপজেলার কাউগাঁয় অবস্থিত অন্বেষা সরকার এন্ড ফুট প্রডাক্টস ফ্যাক্টরিতে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় দিনাজপুর মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অন্বেষা সরকার এন্ড চৌধুরী ফুড প্রোডাক্টস এর উৎপাদিত প্লেন কেক পন্যের বিএসটিআই লাইসেন্স ব্যতীত উৎপাদন ও বিতরণের অপরাধে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউসন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা এবং প্রতিষ্ঠানের উৎপাদিত পাউরুটি কেক পন্যের উৎপাদনের তারিখ সম্পর্কে ভুল তথ্য

বৃহস্পতিবার ৯ অক্টোবর দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুর মোর্শেদ ও সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহার নেতৃত্বে বিএসটিআই প্রসিকিউটরের দায়িত্বে তানভীর আহমেদ পরিদর্শক(মেট্রোলোজী) মোঃ হুমায়ুন কবির ফিল্ড অফিসার(সিএম) অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্বেষা সরকার এন্ড চৌধুরী ফুড প্রোডাক্টস এর উৎপাদিত প্লেন কেক পন্যের বিএসটিআই লাইসেন্স ব্যতীত উৎপাদন ও বিতরণের অপরাধে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউসন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা এবং প্রতিষ্ঠানের উৎপাদিত পাউরুটি কেক পন্যের উৎপাদনের তারিখ সম্পর্কে ভুল তথ্য ও ওজন পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি সহ বিএসটিআই অনুমোদনের সতর্ক করেন।

বিএসটিআই প্রসিকিউটরের দায়িত্বে থাকা তানভীর আহমেদ পরিদর্শক (মেট্রলোজি) বলেন যাহারা বিএসটিআই অনুমোদন ছাড়া ফুড খাদ্যদ্রব্যে পন্য উৎপাদন করছে সেই প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হচ্ছে এবং যাদের প্রতিষ্ঠানগুলো বিএসটিআই অনুমোদিত নয় তাঁদের কে অনুমোদনের সতর্ক করা হচ্ছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Check Also

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫-পালিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক …