Saturday , 6 September 2025

সিরাজগঞ্জে প্রথম বার্ষিকী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাতুন নবী (সাঃ)১৪৪৭ হিজরী উপলক্ষ্যে- সিরাজগঞ্জে প্রথম বার্ষিকী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

 

বাদ জুম্মায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মাধ্যমে সিরাজগঞ্জ জামে মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়গুলো’র মধ্যে ছিলো – কেরাত, হামদ-নাত, ইসলামিক কুইজ প্রতিযোগিতা, রাসুলের সিরাত নিয়ে আলোচনা সভা পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা সহ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি’র আয়োজনে, শুক্রবার (৬সেপ্টেম্বর-২০২৫) বিকেল হতে রাত পর্যন্ত অনুষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ দরগাহ্ মসজিদের ইমাম- খতীব মসজিদুল কোবা সিরাজগঞ্জ, ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মুফতি রুহুল আমীন সাহেব।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কেন্দ্রীয় জামে মসজিদ সিরাজগঞ্জের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু। আলোচোক হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ নর্দাণ ফ্লাওয়ার মিল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আহমাদুল্লাহ সিরাজী (দাঃবাঃ), ও মুফতি আব্দুল্লাহ সরকার দাঃ বাঃ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ খান, জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তারিকুল ইসলাম।

এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক, মোঃ সাইদুল ইসলাম, জেলা বিএনপি নেতা তানহা, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, বৈষম্য বিরোধী ছাত্রগণ আন্দোলন প্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান, জুয়েল,সজীব সরকার,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নূরুন্নবী প্রমুখ।

সিরাতুন্নবী (সঃ) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষ্যে এ অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় আলীয়া ও কওমী মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে ।
এসময়ে অনুষ্ঠান, আলেম-ওলামা মসজিদের ইমাম -খতিব সহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

এর আগে বাদ জুম্মায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মাধ্যমে সিরাজগঞ্জ জামে মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Check Also

সিরাজগঞ্জে চৌহালী উপজেলা কে ৫-০ গোলে হারিয়ে তাড়াশ উপজেলা চ্যাম্পিয়ন

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শু ক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫, বিকেলে সিরাজগঞ্জ শহীদ এ, …