॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রা জবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মাছ বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
অভিযোগ করেন দীর্ঘ দিন শতকরা ১ টাকা হারে খাজনা নেওয়া হলেও বর্তমান ইজারাদার তা বাড়িয়ে শতকরা ৫ টাকা নির্ধারণ করেছেন। তাদের দাবি, অতিরিক্ত এই খাজনা আরোপ করা হলে জেলেরা দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে অপারগ হবে। ফলে বাজার ধ্বংসের মুখে পড়বে।
রোববার ২৭ এপ্রিল সকাল ৭টা থেকে ৮টা পযন্ত দৌলতদিয়া মাছ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মৎস্য আড়ত ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়ালন্দ জেলে সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অছেল বেপারী, আনোয়ার খা প্রমুখ। মানববন্ধনে শত শত জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।
বক্তারা অভিযোগ করেন দীর্ঘ দিন শতকরা ১ টাকা হারে খাজনা নেওয়া হলেও বর্তমান ইজারাদার তা বাড়িয়ে শতকরা ৫ টাকা নির্ধারণ করেছেন। তাদের দাবি, অতিরিক্ত এই খাজনা আরোপ করা হলে জেলেরা দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে অপারগ হবে। ফলে বাজার ধ্বংসের মুখে পড়বে।
মৎস্য ব্যবসায়ীরাও অভিযোগ করেন, ইজারাদারদের এ ধরনের অনিয়ম চলতে থাকলে বাজারে মাছের আমদানি কমে যাবে এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।