॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে বালু বাহী বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে মাইনুদ্দিন সাকিব (১৭) ও আরাফাত (১৮) নামে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রাত তিনাটর দিকে হঠাৎ দক্ষিণ দিক থেকে আসা একটি বালু বোঝাই বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। তাতে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে।
সোমবার ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন ১৭ চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং আরাফাত সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত দুজন হলেন আফছার ও রহমান।
জেলেরা জানান, মাছধরা শেষে তীরের পাশে নদীতে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির ট্রলারটি। তাতে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত তিনাটর দিকে হঠাৎ দক্ষিণ দিক থেকে আসা একটি বালু বোঝাই বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। তাতে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় মাইনুদ্দিন সাকিবের মরদেহ ও দুপুরে আরাফাতের মরদেহ মেঘনা নদী থেকে স্থাণীয়রা উদ্ধার করে।
পাশে থাকা অন্য এক ট্রলারের জেলে জামসেদ বলেন, ‘আহত জেলেদের চিৎকার শুনে ঘুম ভাঙে। তারপর তাঁদের উদ্ধার করি। এ সময় অন্ধকার থাকায় বাল্কহেডটি চিনতে পারিনি। সেটি উত্তর দিকে চলে গেছে।’
এদিকে নিহত ও নিখোঁজ জেলেদের স্বজনেরা খবর পেয়ে নদীর তীরে এসে ভিড় করেন। অনেকে নদীতে নেমে নিখোঁজ জেলেকে খুঁজতে থাকেন।
এ বিষয়ে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।