Saturday , 24 January 2026

সিরাজগঞ্জের তাড়াশে ডাকাতি ঘটনায় ০৫ ডাকাতসহ অস্ত্র উদ্ধার।

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সি রাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন থানাধীন কারখানায় ডাকাতি ঘটনার ০৫ ডাকাতসহ অস্ত্র উদ্ধার হয়েছে।

মোঃ শয়নুল ইসলাম, পিতা-মোঃ মজের আলী ফকির, সাং-মনোহরপুর, থানা-রানীনগর, জেলা-নওগাঁ ব্যবসায়ীক পার্টনার মোঃ আব্দুল হাদি মিলে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন বারুহাস ইউনিয়নের তাড়াশ হতে বারুহাসগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে হেদার খাল নামক স্থানে স্থানীয় জনৈক মোঃ ইয়াদুল ইসলাম এর নিকট হতে জমি ভাড়া নিয়ে পুরাতন অটো ও চার্জার গাড়ীর ব্যাটারী গলিয়ে সীসা বের করার ব্যবসা করে আসছে।

 

একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত ডাকাতদের সনাক্ত করেন এবং গাজীপুর জেলা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনায় সাথে জড়িত ০৫ জন ডাকাতকে গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুষ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

গত ১৩/০৩/২০২৫ রাতে শ্রমিকরা কারখানায় পুরাতন ব্যাটারী হতে সীসা বের করার কাজ করাকালীন সময় রাত্রি অনুমান ১১.০০ ঘটিকায় অজ্ঞাতনামা ২৫/৩০ জন ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র হাসুয়া, ছোড়া, রামদা, লোহার রড, লাঠি সোটা নিয়ে কারখানার ভিতরে প্রবেশ করে কারখানায় থাকা সকল শ্রমিকদের রশি ও কাপড় দিয়ে হাত -পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ম্যানেজারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্ব রক্তাক্ত জখম করে ও তার নিকট হতে নগদ ৭০,০০০/-টাকাসহ সর্বমোট ১৪টি মোবাইল ফোন কেড়ে নেয়।

পরে অজ্ঞাতনামা ডাকাতরা একটি বড় কাভার্ড ভ্যান ডেকে এনে কারখানার ভিতরে ঢুকিয়ে পুরাতন ব্যাটারীর প্লেট ১০ টন, ০৩ টন সীসা, ব্যাটারীর কানেক্টিন ১২০০ কেজি যার সর্বমোট মূল্য -৩৮,৮০,০০০/- টাকার সম পরিমাণ মালামাল লুট করে ১৪/০৩/২০২৫ রাত্রি ০৪.২০ ঘটিকার সময় কারখানা হতে বের হয়ে তাড়াশ থানাধীন তাড়াশ পশ্চিম ওয়াবদাবাঁধের দিকে চলে যায়। এসংক্রান্তে তাড়াশ থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।

চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনাটি দেশব্যাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এই ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য একটি চৌকস টিম গঠন করেন।

জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), সিরাজগঞ্জ এর তত্বাবধানে সিরাজগঞ্জ জেলার এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জসহ এর নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত ডাকাতদের সনাক্ত করেন এবং গাজীপুর জেলা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনায় সাথে জড়িত ০৫ জন ডাকাতকে গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুষ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ডাকাতদল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বেতজুরি গ্রামের মোঃ ওহাব আলী পলান,এর ছেলে ১।মোঃ ওয়াসিম পলান (২৩),গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বারুতুপা গ্রামের-মৃত আজিবর রহমানের ছেলে ২। মোঃ জাহিদুল ইসলাম (২৫), ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন সাচানদিঘী গ্রামের মৃত মজনু মোল্লার ছেলে ৩।মোঃ ইয়াকুব শাহ (২৩),সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন -বড় পাওতা গ্রামের মোঃ দবির শেখের ছেলে ৪। মোঃ শামীম হোসেন (৩৪) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন পলাশী গ্রামের ৫।মোঃ মজনু প্রামানিকের ছেলে ৫। মোঃ লাবু প্রামানিক (৪০),গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।

Check Also

সরকার গঠন করতে পারলে ইনসাফভিত্তিক রাষ্ঠ গঠন করা হবে – সিরাজগঞ্জে ডঃ শফিকুল রহমান

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ …