Friday , 4 April 2025

ঈদের ছুটির শেষ দিকেও পর্যটক সামাল দিতে হিমশিম খাচ্ছে বন রক্ষীরা

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

দুল ফিতরের ছুটির শেষ মুহুর্তে পর্যটক পদচারণায় মুখর সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র এলাকা। আজ শুক্রবারও দেখা যায় দর্শনার্থীদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এখানকার বন রক্ষদের।

করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র সুত্রে জানা যায়, সুন্দরবনে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের এ ভিড় থাকবে আরো দু’এক দিন, তবে ঈদের দিন থেকে শুরু করে পর পর পাচঁ দিন করমজলে দেশ-বিদেশী পর্যটকে ছিলো কানায় কানায় পুর্ণ।

 

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সাধ্য অনুযায়ী সেবা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছে বন বিভাগ। ছুটি যতই কমে আসছে পর্যটকের সংখ্যাও একটু কমে আসছে। তার পরেও গত বছরগুলোর তুলনায় বেশী।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন শুধু দেশের নয়, বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যেও অন্যতম। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসব ও ছুটির দিনে দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন সুন্দরবনের মনোরম পরিবেশে ভ্রমন করার জন্য। সুন্দরবনের করমজল পর্যটন স্পটটি সবচেয়ে কাছের হওয়ায় সাধারণত ভ্রমন পিপাশুদের ভিড় এখানেই বেশি হয়ে থাকে।

করমজল পর্যটন কেন্দ্রের ফুট টেইলার, বনের সৌন্দার্যের দুরের দৃস্য দেখার জন্য সুউচ্চ ওয়াচ টাওয়ার, কৃত্রিমভাবে আটকে রাখা কুমির, হরিণ, খোলা মেলা বাবে ঘুরে বেরানো মায়াবি চিত্রা হরিণ, বানরসহ বিভিন্ন পশু-পাখি এবং গাছপালা দেখে আনন্দ উপভোগ করে থাকেন আগত দর্শনার্থীরা।

তবে করমজল ছাড়াও বনের হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালী, দুবলার চরের আলোর কোল ও আন্দারমানিক পর্যটন কেন্দ্রগুলোতেও এবারের ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপস্থিতি বিগত বছরগুলোর তুলনায় বেশি। পর্যটকদের ভিড় হঠাৎ বেড়ে যাওয়ায় তাঁদের সার্বিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে স্বল্পসংখ্যক বন প্রহরীদের।

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সাধ্য অনুযায়ী সেবা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছে বন বিভাগ। ছুটি যতই কমে আসছে পর্যটকের সংখ্যাও একটু কমে আসছে। তার পরেও গত বছরগুলোর তুলনায় বেশী।

দেশরর এ শিল্পের বিকাশে বনের পর্যটন কেন্দ্রগুলোকে আরো বেশি আকর্ষণীয় ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমনে আসা দর্শনার্থীরা।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …