॥ সাতক্ষীরা প্রতিনিধি ॥
সা তক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মৃত নেজামুদ্দীন সরদারের ছেলে মো নাজমুল হুদা ওরফে খোকন মেম্বারের বিরুদ্ধে ভিটা বাড়ি সহ জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন একই গ্রামের মো খায়রুল আলম ও রফিকুল ইসলাম। মো খায়রুল আলম বলেন, আমার জমি সে দখল দিয়ে বসে আছে।অভিযুক্ত নাজমুল হুদা ওরফে খোকন এর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি অস্বীকার করে, এবং বলেন যদি এমন কিছু হয় তাহলে আমি এক-দুই দিনের মধ্যে সমাধান করার চেষ্টা করবো ।
আমার জমিতে যেতে চাইলে তিনি আমাকে জীবননাশের হুমকি দেই। উশৃংখল চলাফেরা তার। গ্রামের মানুষ তাকে পছন্দ করে না।
রফিকুল ইসুলাম বলেন,নাজমুল হুদা ওরফে খোকন মেম্বার বিভিন্ন সময় উপজেলা চেয়ারম্যান মোস্তাকিন এর সাথে থাকতো এবং তার সাথে ছবিও রয়েছে। আমরা সব সময় আতংকিত থাকি। সব সময় আমাদের মেরে ফেলার হুমকি দেই। আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কোন লাভ হয়নি। তিনি আওয়ামী লীগ নেতাদের সক্তি হিসেবে ব্যবহার করে এইগুলো করেছে। তারা আরও বলেন,আমরা আর বিশৃঙ্খলা চাই না।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইনের সহযোগিতা চাই। তারা আরও বলেন আমাদের জমিতে প্রাচীর দেওয়া ছিলো, এবং নেট দিয়ে ভিটাবাড়ির আঙিনা সম্পূর্ণ ঘেরা ছিলো। উশৃংখল নাজমুল হুদা ওরফে খোকন মেম্বার নিজের শক্তি খাটিয়ে সব কিছু ভেঙে তার দখলে নিয়ে নেই। আমরা এর একটা বিহিত চাই।
এর আগে অনেক বার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্তিতিতে আমিন দ্বারা জমি মাপযোগ করে সকলের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়।
তখন সে মেনে নিলেও পরবর্তীতে একই অবস্থা। মো নাজমুল হুদা ওরফে খোকন মেম্বার অনেক আগে থেকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। মামলা গুলো খারিজ হয়েছে। কিছু মামলা এখনো চলমান। খারিজ হওয়া মামলার মদ্ধে- হত্যা, সার্টিফিকেট জালিয়াতি সহ আরও অধিক মামলার আসামী ছিলো।
তদন্তে দেখা যায় তিনি বিগত ইং-১৫/১২/২০২১ তারিখ রাত আনুমানিক৭ঃ৩০ মিনিট হতে পরেদিন ইং-১৬/১২/২০২১ তারিখ ভোর আনুমানিক ৫:৩৯ মিনিটের মধ্যে বিএনপির একজন কর্মী ডাবলুকে হত্যা করেন।
বিগত দিনে তার বিরুদ্ধে করা মামলার বিবরণ,
১/ পুইজালা খালে হত্যা মামলার নং-০১/০৯ তারিখ ০২/০৬/০১ আশাশুনি থানা।
২/জি.আর ২২৪/৯৫তারিখ ১১/০৫/৯৬ মামলা নং-১৬/৯৫ কালিগঞ্জ থানা তারিখ ২৯/১২/৯৫।
৩/জি.আর ২৪৪৫/৯৫ তারিখ ২৯/১২/৯৫।
৪/সি,আর-০৭ তারিখ ১৬/০৬/৯৫।
৫/ মিস কেস- ৫৭৯/৯৯ তারিখ ৩০/০৬/৯৯।
৬/ এবি,এম কোর্ড জি,আর-৪৫/৮৮ এস,এস,সি পরীক্ষা পাস না করায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় থাকে প্রসংশা পত্র চুরি করে জাল স্বাক্ষর করে এইস,এস,সি ভর্তি হন। এবং এইস,এস,সি পরীক্ষা দেওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে যায়। যার ধারা ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০। তিনি বিগত সরকারের আমলে ওয়াদা করেছিলেন তিনি শ্রিউলা গ্রামে আওয়ামীলীগ প্রতিষ্ঠিত করবে।
অভিযুক্ত নাজমুল হুদা ওরফে খোকন এর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি অস্বীকার করে, এবং বলেন যদি এমন কিছু হয় তাহলে আমি এক-দুই দিনের মধ্যে সমাধান করার চেষ্টা করবো । কিন্তু তার কথার মুল্য কতটা সেটাই এখন দেখার বিষয়।