Tuesday , 18 November 2025

রায়গঞ্জে গাঁজা সেবনের দায়ে চারজন আটক মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থান

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে চার মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চান্দাইকোনা কালিমাতা মন্দির এলাকার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

 

এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে চান্দাইকোনা আন্ডারপাসের পশ্চিম পাশে অবস্থিত পুরাতন শ্রী শ্রী কালিমাতা মন্দিরের দক্ষিণ পাশে টিনের চালার নিচে গাঁজা সেবনের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চান্দাইকোনা পাবনা বাজারের মৃত আব্দুল মতিন খানের ছেলে আব্দুল্লাহ খান জয়, চান্দাইকোনা হাওলাদার পাড়া গ্রামের মৃত সূর্য চন্দ্র হাওলাদারের ছেলে আনন্দ চন্দ্র হাওলাদার, একই গ্রামের মৃত হরেন্দ্র নাথ চন্দ্র হাওলাদারের ছেলে কার্তিক চন্দ্র হাওলাদার, এবং চান্দাইকোনা গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে ফয়সাল জাহান সবুজ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে চান্দাইকোনা আন্ডারপাসের পশ্চিম পাশে অবস্থিত পুরাতন শ্রী শ্রী কালিমাতা মন্দিরের দক্ষিণ পাশে টিনের চালার নিচে গাঁজা সেবনের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

এসআই জাফর আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনীর ২১ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে।” মাদকবিরোধী এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়ে আনছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Check Also

সিরাজগঞ্জের তাড়াশে দেওড়া গ্রামের ঐতিহ্যবাহী নববানের মেলা: ভোর থেকে উৎসবের আমেজ

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮নং দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া …