Thursday , 1 January 2026

শ্যামনগের সেনাবাহিনীর অফিযানে ভারতীয় মালামালসহ আটক চার

॥ শ্যামনগর প্রতিনিধি ॥

  ই আগষ্ট ( শুক্রবার ) রাতে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের কৈখালীর খাল হতে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ক্যান্সারের ঔষধ, ব্যাথার ঔষধসহ বিভিন্ন ঔষধ সামগ্রী, ইন্ডিয়ান বিভিন্ন ব্যান্ডের পাতা বিড়ি , যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ।

অভিযানের পর আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল ক্যাম্পে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের নিকট মালামালসহ হস্তান্তর করা হয়।

এ সময় চার জনকে আটক করা হয়। আটককৃত হলেন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র আজিজুল হক(৩৮), ভেটখালী গ্রামের মৃত ফারুক গাজীর পুত্র আশরাফ হোসেন (২৮), পার্শ্বেখালী গ্রামের মৃত মোহাম্মাদ মোল্লার পুত্র সোবহান মোল্যা (৪০) , কৈখালী গ্রামের মুনসুর মোল্যার পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৪৮) ।

এ বিষয়ে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার বলেন , গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সুন্দরবনে অভিযান পরিচালনা করে ১৫ বস্তা চোরাচালান দ্রব্য উদ্ধারসহ চার জনকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মুল্যে ৫০/৬০ লক্ষ টাকা। তিনি আরও বলেন, অভিযানের পর আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল ক্যাম্পে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের নিকট মালামালসহ হস্তান্তর করা হয়।

Check Also

সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে মজুদ সার জব্দ করে জরিমানা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের কাজিপুর গোডাউনে অবৈধভাবে মজুদ রাখার দায়ে সার …