Thursday , 31 July 2025

ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মারধর শিশু সহ ৪ জন আহত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে মারধর শিশু সহ ৪ জন আহত হয়েছে। গত ২৮ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার রাঙামাটি গীরিধরপুর বোল্লাকালি মন্দিরের সামনে স্থানীয় শালিসে প্রতিবেশী হয়ে শুনতে গেলে কথার মাঝে বাকবিতর্কতার সৃষ্টি হয় এক পর্যায়ে মারধরে শিশু সহ ৪ জন গুরুতর আহত হয়।

 

এ সময় ঐ গৃহবধূর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছেলে পারভেজ (১৪) আগাতে গেলে তাঁকেও রতন সহ বেশ কয়েকজন এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে খবর পেয়ে ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামী বোন ঘটনাস্থলে আগাতে গেলে তাদেরকেও মারধর করে জখম করে

স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলার রাঙামাটি গীরিধরপুর বোল্লাকালি মন্দিরের সামনে স্থানীয় একটি শালিস হয় শালিসে প্রতিবেশী হয়ে শুনতে গেলে কথা বলায় এক পর্যায়ে বাকবির্কতার সৃষ্টি ঘটে এ সময় শ্রী রতন রায় (৩৫)নামে এক যুবক ক্ষিপ্ত হয়ে পারভীন নামে এক গৃহবধুর গায়ে হাত দিয়ে স্বজোরে ধাক্কা দিলে ঐ গৃহবধু মাটিতে পড়ে যায় এমনতাঅবস্থায় ঐ গৃহবধূকে শ্রী রতন রায় কিল ঘুষি লাথি মারতে থাকে এ সময় ঐ গৃহবধূর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছেলে পারভেজ (১৪) আগাতে গেলে তাঁকেও রতন সহ বেশ কয়েকজন এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে খবর পেয়ে ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামী বোন ঘটনাস্থলে আগাতে গেলে তাদেরকেও মারধর করে জখম করে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানায় ৫ জন সহ অজ্ঞাত ২০-২৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

পাংশায় পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস …