॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ী ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি (ইনব্রিড ও হাইব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন শাক-সবজি বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ী ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি (ইনব্রিড ও হাইব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে
সকাল ১১টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন পাংশা উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন। জানা যায়, বসত বাড়ির আঙ্গিনায় শাক-সবজি আবাদের জন্য ১৭০ জন কৃষক এবং মাঠে আবাদের জন্য ২০৫ জন কৃষকের মাঝে ১২ প্রকারের শাক-সবজির বীজ ও ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।