॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ব্র্যাক অফিসে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়।যা ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর। গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দৃষ্টি শক্তির উন্নয়ন ঘটানো এবং কর্মক্ষমতা ও জীবনমান বৃদ্ধিতে সহায়তা করাই কর্মসূচির লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
ফরিদপুরের ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সহকারী সার্জন ডাঃ মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে ৭জনের সমন্বয়ে চিকিৎসকদল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। ব্র্যাকের রাজবাড়ীর আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আজিজুল ইসলাম বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পের কার্যক্রম মনিটরিং করেন।
তিনি বলেন, বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক জনগণের মাঝে চক্ষু রোগ একটি সাধারণ সমস্যা। বিশেষত ৪০ বছরের বেশি বয়সী অনেকেই প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি), ছানি, চোখের ব্যাথা ও অন্যান্য সমস্যা ভোগ করেন।
এসব সমস্যার সমাধান সহজভাবে সম্ভব হলেও দারিদ্র, স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনতার অভাবে অনেকেই চিকিৎসা গ্রহণ করতে পারেন না। সময়মতো চিকিৎসা না হলে দৃষ্টিশক্তির অবনতি ঘটে। যা ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর। গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দৃষ্টি শক্তির উন্নয়ন ঘটানো এবং কর্মক্ষমতা ও জীবনমান বৃদ্ধিতে সহায়তা করাই কর্মসূচির লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
এ সময় ব্র্যাকের ফরিদপুর সাউথ ইস্ট ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোঃ জামির আলী, ব্র্যাকের রাজবাড়ীর আঞ্চলিক সমন্বয়ক মোঃ ইয়ারুল হক, ব্র্যাকের বাগদুলী বাজার অফিসের ব্যবস্থাপক (দাবি) সমীরন সিকদার ও কশবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান নূর মোঃ সুলতান প্রমূখ উপস্থিত ছিলেন। জানা যায়, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪৩৭জন চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও চশমা প্রদান করা করা হয়।