Wednesday , 17 December 2025

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

 

 

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় মোট ৯০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে SL- 8H বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

২০২৫–২৬ অর্থবছরে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রবি মৌসুমে এই বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বুধবার (১৭ই ডিসেম্বর ) সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব মো:আব্দুল ওয়াদুদ বগুড়া অঞ্চল, বগুড়া।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শারমিন আক্তার। রিমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জনাব এ কে এম মনজুরে মাওলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন -সুমীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় মোট ৯০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে SL- 8H বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

Check Also

সিরাজগঞ্জ মুকুল ফৌজ এর পক্ষ থেকে নব-নির্বাচিত চেম্বার প্রেসিডেন্ট বাচ্চু, সহ নেতৃবৃন্দকে  সংবর্ধনা প্রদান

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ “স ত্য -সুন্দর- সাম্য” এই  শ্লোগান কে সামনে রেখে -জাতীয় শিশু …