Saturday , 17 January 2026
(রাজবাড়ী জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র উদ্যোগে শুক্রবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়)

পাংশায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারী) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই মঞ্চে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডাঃ মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা বক্তব্য রাখেন।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডাঃ মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা বক্তব্য রাখেন।

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ডাঃ মোঃ ইকরামুল ইসলাম সৌরভ, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ নুরনবী ইসলাম নয়ন, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা বেগম, পাংশা পাইলচ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) সভাপতি মোঃ মাহবুব রহমান ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আলিমুজ্জামান।

জানা যায়, সকাল ১০টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত প্রায় দুইশ’ রোগীকে বিনামূলে চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধ ও টেস্ট করা হয়। ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ মোঃ নূরুল ইসলাম, ডাঃ মোঃ ইকরামুল ইসলাম সৌরভ, ডাঃ মোঃ নুরনবী ইসলাম নয়ন, ডাঃ মোঃ নাজমুল হুদা, ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডাঃ মোঃ গিয়াস উদ্দিন খান, ডাঃ কুতুব আহমেদ, ডাঃ খন্দকার শোয়েব হোসেন, ডাঃ ফজলে রাব্বী, ডাঃ নুসরাত জাহান চাঁদনী, ডাঃ মোঃ শাকিল মাহমুদ, ডাঃ রুতারা রহমান লিমা ও ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন চিকিৎসা সেবা প্রদান করেন।

Check Also

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক ৩৬জন চোরাকারবারীসহ ৬-কোটি ৬-লক্ষ টাকার মাদক আটক।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ ব র্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি …