Monday , 28 July 2025

গোয়ালন্দে প্রবাসী ফোরামের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

‘সু   স্থ্য বিনোদন, মানসিক ও শারীরিক সুস্থতা অর্জনের একটি স্বতন্ত্র উপায়’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে খেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।

 একই সঙ্গে যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে স্বাস্থ্যসম্মত বিনোদনের পথে আকৃষ্ট করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

ম্যাচটিতে অংশ নেন গোয়ালন্দ প্রবাসী ফোরামের প্রবাসী সদস্যদের একটি দল এবং প্রবাসী ফোরামের স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত অপর একটি দল। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে স্বেচ্ছাসেবক দল জয়ী হয়।

খেলাটি উপভোগ্য করে তোলেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম নিজেই। তিনি খেলার প্রথমার্ধে স্বেচ্ছাসেবক দলের পক্ষে এবং দ্বিতীয়ার্ধে প্রবাসীদের হয়ে খেলায় অংশ নেন এবং দুই দিকেই চমৎকার নৈপুণ্য দেখান।
উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ প্রবাসী ফোরামের এডমিন ও সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা, আমেরিকা প্রবাসী মোহাম্মদ সোহানুর রহমান সোহান, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রবাসী সংগঠনের সদস্য-স্বেচ্ছাসেবকরা।
খেলায় গোয়ালন্দের প্রবাসীরা খেলায় অংশ গ্রহন করেন।

খেলা শেষে গোয়ালন্দ বাজারস্থ রোকনউদ্দিন প্লাজায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খেলোয়াড় ও দর্শকরা অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন।

আয়োজকরা জানান, এই প্রীতি ম্যাচের উদ্দেশ্য শুধু খেলাধুলা নয়, এর মাধ্যমে এলাকার সম্প্রীতি, সৌহার্দ্য এবং প্রবাসীদের সঙ্গে স্থানীয়দের সম্পর্ককে আরও দৃঢ় করা। একই সঙ্গে যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে স্বাস্থ্যসম্মত বিনোদনের পথে আকৃষ্ট করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ গোয়ালন্দ অঞ্চলে ক্রীড়ার প্রসার এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে। উল্লেখ্য প্রবাসী ফোরাম দীর্ঘ দিন গোয়ালন্দে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

Check Also

রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী আটক

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে …