Sunday , 31 August 2025

নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

ঢা কায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ (জিওপি) দিনাজপুর জেলা শাখার নেতাকর্মীরা।

 

গণ অধিকার পরিষদের (জিওপি) জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চারুবাবুর মোড়ে জাতীয় পার্টি অফিসের সামনে এলে পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেডের বাঁধার সমূক্ষিন হয়।

শনিবার ৩০ আগস্ট দুপুরে বৃষ্টি অপেক্ষা করে সদর হাসপাতাল মোড় থেকে গণ অধিকার পরিষদের (জিওপি) জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চারুবাবুর মোড়ে জাতীয় পার্টি অফিসের সামনে এলে পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেডের বাঁধার সমূক্ষিন হয়।

এ সময় বিক্ষোভকারী ও পুলিশের বাঁধায় কথা কাটাকাটির এক পর্যায়ে বিক্ষোভকারীদের উপর লাঠি চার্জ করেন পুলিশ বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেয়।

Check Also

ফুলবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের …