॥ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
জা তীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। ৮ জানুয়ারী বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতা
তিনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৯ সালে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি একাধারে সাহিত্যিক ,কবি, লেখক এবং একজন সাংবাদিক।
ইতিপূর্বে তিনি ২০২২,২০২৩ ও ২০২৪ সালে কালিগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ স্কাউট কালিগঞ্জ উপজেলার সম্পাদক এবং নবনির্বাচিত সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৯ সালে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি একাধারে সাহিত্যিক ,কবি, লেখক এবং একজন সাংবাদিক। পরিশ্রম ,দক্ষতা ও সততার কারণে খাদের কিনারা থেকে উঠে আসা বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন ।
গাজী মিজানুর রহমান উকশা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৪ বছর সততা, দক্ষতা ও যোগ্যতার সাথে শিক্ষকতা করার পরে ২০১৭ সালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে শুরু হয় তার সংগ্রামী পথ চলা। তিনি অক্লান্ত পরিশ্রম করে দক্ষতার সাথে স্কুলটি পরিচালনা করে উপজেলার শ্রেষ্ঠত্ব হওয়ার গৌরব অর্জন করেছেন ।
বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অডিটোরিয়াম ,স্থায়ী মঞ্চ, সাইকেল গ্যারেজ, সুন্দর পতাকা স্ট্যান্ড, ফুলবাগান, স্মার্ট লাইব্রেরী,স্মার্ট বিজ্ঞানাগার ,আইসিটি ডি ডিজিটাল ল্যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাংস্কৃতিক বিভাগ, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা ওয়াস ব্লক ,শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাদের আলাদা ওয়াশরুম, ছাত্র-ছাত্রী কমান রুম,ই-সার্ভিস কর্নার ,বিশাল ফুটবল মাঠ, সীমানা প্রাচীর সহ সুন্দর স্কুল গেট, বিদ্যালয়টি প্রতিটা শ্রেণীকক্ষসহ সমগ্র ক্যাম্পাস সিসি ক্যামেরায় আওতাভুক্ত।২০২৫ সালে এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী বোর্ড বৃত্তি পেয়েছেন।
বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ের খেলাধুলা, সাংস্কৃতিক ,বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে সফলতা অর্জন করেছেন। তিনি বলেন বিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষকদের অত্যন্ত দক্ষতা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে আজ বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এলাকার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের কাছে বিদ্যালয়ের আরও সফলতার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল