॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রা জবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুনীর মৃত্যু হয়েছে। সে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসন মন্ডলের পাড়া গ্রামের মজিবার প্রামানিকের মেয়ে।
বেপরয়া গতিতে চলার কারণে মাটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতেকরে সুমাইয়া সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় নিহত সুমাইয়ার ভাই মো. লাল মিয়া বাদি হয়ে মামলা দায়েরের পর মোটরসাইকেলের চালক সুমাইয়ার বন্ধু সজিব প্রামানিক (২৩) কে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে পুলিশ। সে একই এলাকার কিরণ প্রামানিকের ছেলে। এর আগে গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামানিকের মোটরসাইকেলে করে ঘুরতে যায়। বেপরয়া গতিতে চলার কারণে মাটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতেকরে সুমাইয়া সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাতেই সুমাইয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে রাতেই আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামানিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে।
মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৪ নভেম্বর) রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল