Saturday , 20 December 2025

সড়ক দুর্ঘটনায় “গ্লোবাল সংবাদ” রায়গঞ্জ প্রতিনিধি “মাসুদ রানা, মারাত্মক আহত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

শু ক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যে ৬:00 টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন,রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, মাসুদ রানা।

 

 

 শ্যামপুর আঞ্চলিক সড়কে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ভটভডিট্রলির সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পার্শ্ববর্তী ধানের জমিতে পড়ে যায় মাসুদ রানা, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া জেলার জিয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি উদীয়মান তরুণ সাংবাদিক ” মাসুদ রানা” সারাদিনের কর্ম ব্যস্ততা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন এর শ্যামপুর আঞ্চলিক সড়কে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ভটভডিট্রলির সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পার্শ্ববর্তী ধানের জমিতে পড়ে যায় মাসুদ রানা, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া জেলার জিয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

গুরুতর আহত এই উদীয়মান তরুণ সাংবাদিক মাসুদ রানা প্রতিদিন নতুন খবরের সন্ধানে ছুটে চলে উপজেলার এ প্রান্ত থেকে ওপ্রান্তে। সে প্রতিনিয়ত চেষ্টা করে গ্রামীণ জনপদের তাজা খবর তুলে আনতে। তার এই একনিষ্ঠ কাজের প্রতি গভীর মনোযোগ আগামীতে সফলতা বয়ে আনুক এবং আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে। গ্লোবাল সংবাদ পরিবার থেকে সমবেদনা জানাই। এবং সেই সাথে লাইসেন্সহীন সকল যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কতৃপক্ষের নিকট অনুরোধ করছি।  আবার সে যেন পূর্বের ন্যায় নিজ কাজে ফিরে আসতে পারে এই প্রত্যাশা রইল।

Check Also

দিনাজপুরের ফুলবাড়ীতে শরীফ ওসমান হাদীর মৃত্যুতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর …