Sunday , 4 January 2026

আইজিপি ব্যাজে ভূষিত হলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি ( তদন্ত) উত্তম কুমার ঘোষ।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

ক্লু লেস হত্যাকান্ড উদঘাটন, মাদক নির্মুলে বিশেষ ব্যবস্থা নেয়া, চুরি, ডাকাতি, ছিনতাইরোধ,আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ ২০২৪’ (আইজিপি ব্যাজ) ভূষিত হয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি ( তদন্ত) উত্তম কুমার ঘোষ।

 

 

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৪’ (আইজিপি ব্যাজ) প্রাপ্ত হলাম। রাজারবাগ পুলিশ লাইন্সে মাননীয় আইজিপি স্যার আজ আমাকে আইজিপি ব্যাজ পরিয়ে ও সনদ হাতে তুলে দেন।

পুলিশ সাপ্তাহ ২০২৫ উপলক্ষে ১ লা মে বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম(বিপিএম) তাকে আইজিপি পদক ও সনদ তুলে দেন। উত্তম কুমার ঘোষ ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি ( তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৪’ (আইজিপি ব্যাজ) প্রাপ্ত হলাম। রাজারবাগ পুলিশ লাইন্সে মাননীয় আইজিপি স্যার আজ আমাকে আইজিপি ব্যাজ পরিয়ে ও সনদ হাতে তুলে দেন। এ উপহার দেশের মানুষের কল্যাণে আরো বেশি আন্তরিকতার সহিত কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশ্বস্ত করেছেন। তিনি জেলা পুলিশ সুপার সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

Check Also

ফুলবাড়ীতে ২০২৬ উপলক্ষ্যে তওবা ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

॥ মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী ( দিনাজপুর) প্রতিনিধি ॥ ত রুণ ছাত্র ও যুব সমাজের মাঝে …