॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রা জবাড়ীর গোয়ালন্দ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে লোকমান হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের গোয়ালন্দ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
উপজেলা পল্লী চিকিৎসক দলের আহবায়ক পল্লী চিকিৎসক মো. আবুল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সহ সভাপতি ইন্জিনিয়ার মো. মাহবুবুল আলম শাহীন, রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রব হিটু, জেলা পল্লী চিকিৎসক দলের সভাপতি গোলাম নছর আলী, সাধারণ সম্পাদক লিটন আহাম্মেদ, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, পৌর যুব দলের আহবায়ক মো: দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের উপজেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. নাসির উদ্দীন মন্ডল, এবং পলাশ মোল্লাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ-সময় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের গোয়ালন্দ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।