Tuesday , 13 January 2026

হাসি সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ছাগল ও হুইলচেয়ার বিতরণ

॥  আরজু আক্তার,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর হাতিয়ায় হোমল্যান্ড এসোসিয়েশন ফর সোশ্যাল ইমপ্রুভমেন্ট (হাসি)’র ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধী ও হত দরিদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে সহায়ক উপকরণ হুইলচেয়ার ও ছাগল বিতরণ করা হয়েছে।

 চরকিং ইউনিয়নের চরকৈলাস গ্রামের উপকারভোগী রোজিনা আকতার বলেন, আমি গরীব ঘরের মানুষ। অতি কষ্টে জীবন-যাপন করি। হাসি সংস্থা থেকে দুইটি ছাগল পেয়ে আমি খুশি। ছাগল দু’টি লালন পালন করলে আমার কিছুটা হলে আর্থিক স্বচ্ছলতা আসবে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এমপির পোল সংলগ্ন হাসি মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম- প্রতিবন্ধী উপকারভোগী একজনকে হুইলচেয়ার ও ১৫ দরিদ্র এবং প্রতিবন্ধী পরিবারের মাঝে ৩০টি ছাগল বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসি’র নির্বাহী পরিচালক এডভোকেট আকরাম হোসেন রুমি, পশু চিকিৎসক নুরুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: জহির প্রমুখ।

হুইল চেয়ার পাওয়া উপজেলার সাগুরিয়া এলাকার শারীরিক প্রতিবন্ধী গোলাম সারোয়ার বলেন, আমি চলাফেরা করতে পারি না। নিজেকে খুব অসহায় মনে হয়। হুইলচেয়ারটি আমাকে চলাফেরা করতে মোটামুটি সহায়তা করবে। চরকিং ইউনিয়নের চরকৈলাস গ্রামের উপকারভোগী রোজিনা আকতার বলেন, আমি গরীব ঘরের মানুষ। অতি কষ্টে জীবন-যাপন করি। হাসি সংস্থা থেকে দুইটি ছাগল পেয়ে আমি খুশি। ছাগল দু’টি লালন পালন করলে আমার কিছুটা হলে আর্থিক স্বচ্ছলতা আসবে। তাই তিনি বেসরকারী সংস্থা হাসি’র প্রতি বি‌শেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Check Also

উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর হাফিজুল …