॥ সাতক্ষীরা প্রতিনিধি ॥
দে শের ক্রমবর্ধমান ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বাজারের চাহিদা মেটাতে এবং পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে সাতক্ষীরা শহরে রিভো ইলেক্ট্রিক মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করা হয়েছে।
“এই নতুন শোরুমের মাধ্যমে সাতক্ষীরা এবং এর পার্শ্ববর্তী এলাকার গ্রাহকরা সরাসরি রিভোর অত্যাধুনিক ইলেকট্রনিক মোটরসাইকেলগুলো দেখার ও কেনার সুযোগ পাবেন। একইসাথে, বিক্রয়োত্তর সেবা এবং যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করা হবে।”
শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে শহরের মুন্সিপাড়া ক্লাবের পাশে রিভো ব্র্যান্ডের এ ইলেক্ট্রিক মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফিজ আল আসাদ সান্নু।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী মো: ওয়াইজ হুসাইন (দিপু), বেঙ্গল হার্ডওয়্যার এর স্বত্ত্বািকারী সানজিদ আহম্মেদ, সাতক্ষীরার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসিন আরাফাত ও সাকিব জামান প্রমুখ।
এসময় রিভো ইলেক্ট্রিক মোটরসাইকেলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।
রিভো ইলেক্ট্রিক মোটরসাইকেল সাতক্ষীরা শোরুমের সত্ত্বাধিকারী তৌফিক আজাদ জানান, “এই নতুন শোরুমের মাধ্যমে সাতক্ষীরা এবং এর পার্শ্ববর্তী এলাকার গ্রাহকরা সরাসরি রিভোর অত্যাধুনিক ইলেকট্রনিক মোটরসাইকেলগুলো দেখার ও কেনার সুযোগ পাবেন। একইসাথে, বিক্রয়োত্তর সেবা এবং যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করা হবে।” তিনি আরো জনান, “একদম সীমিত খরচে দীর্ঘস্থায়ী পথ চলার অঙ্গীকারে পরিবেশবান্ধব মোটরসাইকেলগুলো সাতক্ষীরা ভালই সাড়া ফেলেছে।”
তিনি আরো জানান, “সর্বপ্রথম রিভো ব্র্যান্ডের ইকো হ্যাভেন ই-বাইক শোরুমের মাধ্যমে তাদের পথচলা। গ্রাহকের চাহিতার প্রেক্ষিতে আজ দ্বিতীয় শোরুমের উদ্বোধন করা হল।” তাদের এই উদ্যোগ স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
নতুন এই শাখাটি সাতক্ষীরার যাতায়াত ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল