Monday , 12 January 2026

সুবর্ণচরে গ্রিন ফিউচার স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন

॥  মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর সুবর্ণচরে এক ঝাঁক নিষ্ঠাবান ব্যক্তিদের তত্ত্বাবধানে সুবিশাল ক্যাম্পাসে সবুজ শিক্ষায়নকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়ে গ্রিন এন্ড ফিউচার স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।

গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজে নান্দনিক পরিবেশে আধুনিক ও নতুন কাঠামোয় নির্মিত ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি ইতোমধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং মানসম্মত পাঠদানের জন্য সুদক্ষ শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বৈরাগী রাস্তার মাথা সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সহ পাঠদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রিন এন্ড ফিউচার স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল বাবলা কান্তি দেবের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজোয়ানুল হক, চট্টগ্রাম জেলা পিবিআই এর এএসপি আবু জাফর মো. ওমর ফারুক, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতা উল্যাহ, সাবেক অধ্যক্ষ মোনায়েম খান, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এনায়েত উল্লাহ বাবুল, চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান, গ্রিন এন্ড ফিউচার স্কুল এন্ড কলেজের একাডেমিক পরিচালক মো. নুরনবী, সিনিয়র সাংবাদিক তারেক মোরতাজা হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, থানারহাট কলেজের অধ্যক্ষ মো. ইয়াসিন আলী, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস, বিশিষ্ট শিক্ষানুরাগী সায়েদুল হক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী কেফায়েত উল্যাহ জাবেদ, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি হানিফ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেন অতিথিরা এবং বৃক্ষপ্রেমী সাখাওয়াত উল্ল্যাহর তত্ত্বাবধানে সবার মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্যাহ।

গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজে নান্দনিক পরিবেশে আধুনিক ও নতুন কাঠামোয় নির্মিত ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি ইতোমধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং মানসম্মত পাঠদানের জন্য সুদক্ষ শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে।

Check Also

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার উদ্যোগে বেলকুচিতে কম্বল বিতরণ কম্বল বিতরণ!

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বাং লাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষে থেকে …