Tuesday , 28 January 2025

গোয়ালন্দে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ অর্থ দিয়ে রফাদফার চেষ্টা।।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পঞ্চাশোর্ধ ব্যাক্তি গোয়ালন্দ বাজারের একজন ব্যবসায়ী। তিনি আর্থিক ক্ষতিপূরণ দিয়ে ঘটনা ধামাচাপা দিতে স্হানীয় প্রভাবশালীদের মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন।

 

থানায় অভিযোগ দেয়া শিশুটির বড় বোন জানান, আমরা লোক লজ্জার ভয় এবং ছোট বোনের ভবিষ্যৎ চিন্তা করে অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিলাম। কিন্তু সিরাজ ও তার লোকজন আমাদের সাথে প্রতারনা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

টাকার বিনিময়ে ঘটনাটি মিমাংসায় দেন-দরবার করা হচ্ছে বলে স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর ও স্বীকার করেছেন। রফাদফার মাঝেই তিনদিন পর শিশুটিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।

সেখান থেকে পুলিশকে অবগত করে অধিকতর পরিক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে স্হানান্তর করা হয় শিশুটিকে। পুলিশ ভিকটিম ও তার পরিবারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে একটি অভিযোগ গ্রহন করে। কিন্তু শেষ পর্যন্ত মামলা রেকর্ড, আসামি গ্রেফতার এমনকি সদর হাসপাতালে নিয়ে ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরিক্ষাও করা হয়নি। গত ১১ জুন মঙ্গলবার বেলা ১১ টার দিকে গোয়ালন্দ পৌরসভা এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী স্কুলছাত্রী ও তার পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বাড়ির পাশের পাটক্ষেতের পাশ দিয়ে ওই ছাত্রী স্হানীয় এক পুকুরে কাপড়-চোপর ধুতে যায়। এ সময় সিরাজ খাঁ (৫৫) নামের এক ব্যাক্তি সেখানে ঘাস কাটাতেছিল। সে সুযোগ বুঝে শিশুটির গলার ঘাস কাটার কাঁচি ঠেকিয়ে পাট ক্ষেতের ভিতরে নিয়ে ধর্ষন করে।

বৃহস্পতিবার (২০ জুন) সরেজমিন আলাপকালে শিশুটির মা জানান, তার মেয়ে অনেকটা এলোমেলো অবস্থায় বাড়ি ফিরে এলে আমি তাকে কি হয়েছে জানতে চাই। ভয়ে প্রথমদিকে কিছু না বললেও পরে সে সব জানায়।

এরপর আমি বিষয়টি স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর, বাড়ির পাশের একজন গন্যমান্য ব্যাক্তি ও তার ভাইকে জানাই। তারা বিষয়টি দেখবেন বলে আমাকে আশ্বস্ত করে। ওইদিন সন্ধ্যায় অপরাধী সিরাজের সাথে আমার দেখা হলে সে বিষয়টি চেপে গিয়ে ক্ষতিপূরণ বাবদ আমাকে ৫০ হাজার টাকা দিতে চায়।

রাতে ওই ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট ব্যাক্তিও আমাকে বুঝায় মামলা করলে মেয়েকে আর বিয়ে দিতে পারবেনা। তারচেয়ে আমরা তোমার ক্ষতিপূরণ আদায় করে দেই। কিন্তু তারা সবাই আমার সাথে মূলত তালবাহানা করে সময় পার করে। এর মধ্যে তার মেয়ে অসুস্থ্য হয়ে পড়লে ঘটনার দুইদিন পর ১৩ জুন সকাল ১০ টার দিকে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে এক মহিলা ডাক্তার তার মেয়েকে পরিক্ষা করে রাজবাড়ী সদর হাসপাতালে যাওয়ার কথা বলে এবং থানার পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে তাদেরকে হাসপাতাল হতে থানায় নিয়ে যায়। সেখানে ওসি, এলাকার কাউন্সিলর ও আরো অফিসার ছিল। ওসি তাদের কাছ থেকে ঘটনা শুনে একটি লিখিত অভিযোগও নেন। পরে বেলা ৩ টার দিকে আমাদের ছেড়ে দিলে আমরা বাড়িতে চলে আসি।

থানায় অভিযোগ দেয়া শিশুটির বড় বোন জানান, আমরা লোক লজ্জার ভয় এবং ছোট বোনের ভবিষ্যৎ চিন্তা করে অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিলাম। কিন্তু সিরাজ ও তার লোকজন আমাদের সাথে প্রতারনা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, আমরা অভিযোগ পেয়ে আসামিকে গ্রেফতার করতে গিয়েছিলাম। কিন্তু ভিকটিমের পরিবার হতেই আমাদের বাঁধা দেয়া হয়। তারা মামলা রুজু করায় আগ্রহী নয়। শুনলাম তারা ৫ লাখ টাকা ক্ষতিপূরন দাবি করেছে। অভিযুক্ত সিরাজ ৭০ হাজার টাকা পর্যন্ত দিতে চেয়েছে। এ নিয়ে দেনদরবার চলছে। তবে ভিকটিমের পরিবার চাইলে আমরা মামলা রুজু ও আসামি গ্রেফতার করব।

Check Also

হাতিয়ায় নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দুই হিন্দু বাড়িতে নগদ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার চুরি।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ নোয়াখালীর একমাত্র  দ্বীপ হাতিয়া উপজেলার তমরদ্দি বাজারের পাশে …