Monday , 30 June 2025

৩০৩ জন V W B কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ করলেন ৮ নং দেশী গ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বিবার ২৯ জুন ২০২৫. সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮ নং দেশী গ্রাম ইউপির প্রান্তিক অ-স্বচ্ছল ৩০৩ টি পরিবারে প্রকৃত ভাতা ভোগী কার্ড ধারীদের মাঝে V W B এর চাউল বিতরণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে ।

 

 চেয়ারম্যান জানালেন লটারির মাধ্যমে নতুন কার্ড ধারীদের বিতরণ অচিরেই শুরু হবে । গ্রামের প্রান্তিক জনপদের কৃষক পরিবারগুলো এই চাউল পেয়ে খুশি ।

প্রতিটি পরিবার ৩০ কেজি করে চাউল পেয়েছেন। উল্লেখ্য সারাদেশে এই কার্যক্রম একযোগে পরিচালিত হচ্ছে। এগুলো পুরনো কার্ডধারীদের বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়েছে। চেয়ারম্যান জানালেন লটারির মাধ্যমে নতুন কার্ড ধারীদের বিতরণ অচিরেই শুরু হবে । গ্রামের প্রান্তিক জনপদের কৃষক পরিবারগুলো এই চাউল পেয়ে খুশি ।

চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ৮ নং দেশী গ্রাম ইউপির জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সুযোগ্য জনপ্রিয় চেয়ারম্যান বাবু জ্ঞানেন্দ্রনাথ বসাক, ট্যাগ অফিসার জনাব মোঃ শাহরিয়ার কবির, দেশী গ্রাম ইউপি প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ সেলিম রেজা, মোঃ মনিরুজ্জামান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দেশী গ্রাম ইউপি, ইউপি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, চাম্পা খাতুন পাখি মেম্বার, এমদাদুল হক লিটন মেম্বার, সুশীল মেম্বার, সানোয়ারা মেম্বার, হায়দার আলী, আজম আলী, মুকুল হোসেন, সাদ্দাম হোসেন, এছাড়াও নিরলস ভাবে দায়িত্ব পালন করেছেন সকল গ্রাম্য পুলিশগণ , আরো উপস্থিত ছিলেন ভাতা ভোগী পরিবারের সদস্য বৃন্দ।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …