Friday , 25 July 2025

উল্লাপাড়ায় পরিত্যক্ত কূপে রাজমিস্ত্রির অর্ধগলিত লাশ উদ্ধার

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পরিত্যক্ত একটি কূপ থেকে মো. রাশিদুল ইসলাম রাসু (৩০) নামে এক রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার দুপুরে এলাকার একটি পরিত্যক্ত বাড়ির কূপ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কূপের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহত রাসু ওই গ্রামের আবু সাঈদের ছেলে। পরিবারের অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যায় একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসার পরই বাসা থেকে বের হন রাসু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, হয়তো তিনি কোথাও রাগ করে গেছেন এবং ঈদের আগে বাড়ি ফিরবেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে এলাকার একটি পরিত্যক্ত বাড়ির কূপ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কূপের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাকে হত্যা করে কূপে ফেলে রাখা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Check Also

সিরাজগঞ্জ জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমন্বয় কমিটির ৫০ …