Tuesday , 3 December 2024

গোয়ালন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম ও সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

 

এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী , সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, প্রধান শিক্ষক কেএম বেলায়েত হোসেন, ফিরুজ হোসেন সহকারী শিক্ষক জালাল বিশ্বাস, গিয়াস উদ্দিন তালুকদার প্রমূখ।

Check Also

মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা ফিরোজের চাকুরি শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ১ মাসেও কার্যকরী হয়নি, নানা প্রশ্ন ও রহস্য

॥  নিজস্ব প্রতিবেদক, মোংলা ॥ মোংলা বন্দরের দোর্দন্ড প্রভাবশালী সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কর্তৃপক্ষের …