॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভজন্মাষ্টমী পালন করেন উপজেলার সকল হিন্দুধর্মালম্বী কৃষ্ণভক্তবৃন্দরা।
মন্দির চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনটি উদযাপনে কীর্তন সহ দেশ জাঁতি ও বিশ্ব মানব কল্যাণের মঙ্গল কামনায় উপজেলার সকল হিন্দুধর্মাবলম্বীরা উপোস পূজা অঞ্জলির মাধ্যমে শ্রী কৃষ্ণের প্রার্থনা করেন।
শনিবার ১৬ই আগষ্ট ফুলবাড়ী জন্মাষ্টমী পরিষদের আয়োজনে শীবমন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শীবমন্দির চত্বরে এসে শেষ হয়।
শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভাজন্মাষ্টমীর শোভাযাত্রা আলোচনায় অংশ গ্রহন করেন,ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব ও ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল,ফুলবাড়ী জন্মাষ্টমী পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আনন্দ কুমর গুপ্তা,বিশিষ্টি ব্যবসায়ী উজ্বল প্রসাদ গুপ্তসহ উপজেলার সকল কৃষ্ণভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে শীব মন্দির চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনটি উদযাপনে কীর্তন সহ দেশ জাঁতি ও বিশ্ব মানব কল্যাণের মঙ্গল কামনায় উপজেলার সকল হিন্দুধর্মাবলম্বীরা উপোস পূজা অঞ্জলির মাধ্যমে শ্রী কৃষ্ণের প্রার্থনা করেন।