Sunday , 2 November 2025

সিরাজগঞ্জ তাড়াশে বৈরী আবহাওয়ায় প্রান্তিক কৃষকদের মাথায় হাত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

ত শুক্রবার ৩১ শে অক্টোবর ২০২৫, দিবাগত রাত থেকে আজ অব্দি বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণে কৃষকের আধা পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে ।

 

শুক্রবার দিবাগত রাতে ভারী বর্ষণ ও অতিবৃষ্টিতে সেই আধা পাকা সবুজ মাঠের ধান যখন পানির নিচে তলিয়ে যায়, তখন শুধু ধান নয়, ডুবে যায় এক একটি কৃষক পরিবারের বুকভরা আশা ভরসা ,চোখের স্বপ্ন আর মুখের হাসি।

প্রতিটি ধানের শীষে লুকিয়ে থাকে প্রান্তিক জনপদের, একেক কৃষক পরিবারের অগণিত স্বপ্নস্বাধ, আশা ভরসা, হাসি কান্না, তাদের পরিবার ও ভবিষ্যতের চিন্তা চেতনা । দিগন্তজোড়া ফসলের মাঠ জুড়ে যখন আধা পাকা ও সবুজ ধানের সমারোহ, যখন কৃষকের মনে স্বপ্ন দেখায়, এবং আশার আলো কৃষকের চোখে দোল খায় , তখন তাদের হৃদয়ও ভরে ওঠে, হাসি আনন্দে ।

কিন্তু হঠাৎ প্রাকৃতিক বৈরী আবহাওয়া শুক্রবার দিবাগত রাতে ভারী বর্ষণ ও অতিবৃষ্টিতে সেই আধা পাকা সবুজ মাঠের ধান যখন পানির নিচে তলিয়ে যায়, তখন শুধু ধান নয়, ডুবে যায় এক একটি কৃষক পরিবারের বুকভরা আশা ভরসা ,চোখের স্বপ্ন আর মুখের হাসি। কৃষক পরিবারের মাথায় ওঠে হাত আর অন্তরে বাজে অসহায়ত্বের চাপা কান্নার সুর । এটা কেবল একটি ফসল নষ্ট হওয়ার গল্প নয়, এটা একজন শ্রমজীবী কৃষক পরিবারের জীবনের লড়াই সংগ্রামের ভাঙ্গা গড়ার গল্প ।

এমন পরিস্থিতিতে কৃষকগণ কেবল নিভৃত্তে কাঁদে, কিন্তু তাদের সেই কান্না, সীমাহীন ঐ আকাশ ছাড়া আর কেউ শোনে না । তবুও তারা নিরাশ না হয়ে, আশায় বুক বাধে ,আবার স্বপ্ন দেখে ঘুরে দাঁড়ানোর । সিরাজগঞ্জের সব উপজেলায় কমবেশী আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে ।

Check Also

সাতক্ষীরায় উঠানে ‘নতুন সংবিধান’ ঘোষণা — গণপরিষদ নির্বাচনের দাবিতে সমাবেশ

॥ সাতক্ষীরা  প্রতিনিধি ॥ গ ণপরিষদ নির্বাচন, বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা …