Sunday , 6 July 2025

হাতিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি কাইয়ুম সম্পাদক নাসির :

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

বাং লাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালীর হাতিয়া উপজেলা শাখার চতুর্বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মাহফুজুল ইসলাম কাইয়ুম ও সাধারণ সম্পাদক পদে আবুবকর ছিদ্দিক নাসির নির্বাচিত হয়েছেন।

এছাড়া মাহবুবা নাজনীন নির্বাহী সভাপতি, মো. জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক ও নান্টু চন্দ্র পালকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। যা আগামী চার বছরের জন্য দায়িত্ব পান করবে।

শনিবার(৫ জুলাই) দুপুরে উপজেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে শিক্ষক সমিতির এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছিম ফারুকী। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ মো.একরাম উদ্দিন।

কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, হাতিয়া শহর বণিক সমিতির সভাপতি আব্দুল্লা আল মামুন, হাতিয়া প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মো.ফিরোজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বক্তব্য দেন। এতে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের ১০জন করে প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ কাউন্সিলর হিসেবে অধিবেশনে উপস্থিত ছিলেন বলে জানান নির্বাচন পরিচালনা কমিটি।

এ সময় উপস্থিত সকলের সামনে নবনির্বাচিত সভাপতি মাহফুজুল ইসলাম কাইয়ুম ও সাধারণ সম্পাদক পদে আবুবকর ছিদ্দিক নাসিরের নাম ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছিম ফারুকী। এছাড়া মাহবুবা নাজনীন নির্বাহী সভাপতি, মো. জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক ও নান্টু চন্দ্র পালকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। যা আগামী চার বছরের জন্য দায়িত্ব পান করবে।

Check Also

সিরাজগঞ্জের কামারখন্দ থানার চৌবাড়ী থেকে অটো ভ্যান চোর চক্রের এক সদস্য জনতার হাতে আটক

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের কামারখন্দ থানার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী গ্রামে …