॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে হাতিয়া উপজেলা ছাত্রদল।
হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন আলী সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রদল নেতারা।
বুধবার (০১ জানুয়ারী ২০২৫) সকালে দিবসটি উপলক্ষে হাতিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন আলী ও সসদ্য সচিব রিয়াজ মাহমুদের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে। উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সহ ইউনিয়ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় দ্বীপ কলেজ প্রাঙনে এসে শেষ হয়।
পরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন আলী সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা রিয়াজ মাহমুদ, আরিফুল ইসলাম হাওলাদার, আবদুল হালিম, রুস্তম, আশ্রাফ, শরিফুল ইসলাম দুখু, বাবর প্রমূখ।
 global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
				 
		