Friday , 19 December 2025

হাতিয়া”৮৭-র “বন্ধু মিলন মেলা” ২০২৫

॥ আরজু আক্তার, হাতিয়া, (নোয়াখালী) প্রতিনিধি ॥

পু রোনো দিনের স্মৃতিতে নতুন করে ফিরে যাই’-এই আবেগময় স্লোগানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো’ ৮৭ বন্ধুত্বের পুনর্মিলনী ও মিলনমেলা।

 

 

এসময় সংগঠনের বর্তমান সভাপতি আতাহার হোসেন রিয়াজ বলেন, এই আয়োজন আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। অনেক দিন পর প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দের শেষ নেই। যারা এই আয়োজনকে সফল করতে পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।

হাতিয়ার বুড়িচর ইউনিয়নের পর্যটন এরিয়ার সূর্যমুখী দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নেন শতাধিক হাতিয়ার বিভিন্ন স্কুল মাদ্রাসার এসএসসি ৮৭ শিক্ষার্থী স্মৃতিময় পরিবেশে মিলিত হন। সকালেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর একে একে শুভেচ্ছা বক্তব্য, স্মৃতিচারণা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফল ড্র ও কনসার্টে মুখর হয়ে ওঠে দিনব্যাপী মিলনমেলা।

সংগঠনের বর্তমান সভাপতি আতাহার হোসেন রিয়াজের সভাপতিত্বে স্মৃতি ও আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাধক এড্ জাহের, প্রিন্স রাশেদ, ফজলে এলাহীশাহীন,গোলাম সারোয়ার, তামজীদ উদ্দিন ও আইরিন পারভিন।

এসময় সংগঠনের বর্তমান সভাপতি আতাহার হোসেন রিয়াজ বলেন, এই আয়োজন আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। অনেক দিন পর প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দের শেষ নেই। যারা এই আয়োজনকে সফল করতে পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এসময় তিনি বলেন হাতিয়া’৮৭ প্রতি বছর হাতিয়াতে বন্ধু মিলন মেলা করা হয়। আমাদের হাতিয়ায় আরো অনেক ৮৭ বন্ধু রয়েছে তাদেরকে ও আমরা একই ফ্রেমে থাকার জন্য আহ্বান করব। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ৮৭’র বন্ধু শাওন এবং হাতিয়ার শিল্পকলা একাডেমির শিল্পীরা।

Check Also

সিরাজগঞ্জে দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:00 টায় সিরাজগঞ্জ ই,বি, …