॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
উ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে খাদিজা খাতুন (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার সরকারসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।
রাতে কি হয়েছে মেয়েটাকে নানা ভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। ঘটনার পরপরই আনোয়ার সহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে খাদিজার নিথর দেহ উদ্ধার করে।
শুক্রবার দিবাগত রাত-আনুমানিক ৩টার দিকে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মূলবেড়া দিয়ারপাড়া গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনা। নিহত খাদিজা খাতুন ওই এলাকার আনোয়ার সরকারের স্ত্রী এবং শাহজাদপুর উপজেলার হূলিগড় এলাকার এমারত প্রামানিকের মেয়ে।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকালই বাবার বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে এসেছে। রাতে কি হয়েছে মেয়েটাকে নানা ভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। ঘটনার পরপরই আনোয়ার সহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে খাদিজার নিথর দেহ উদ্ধার করে।
এ বিষয়ে নিহত খাদিজার বাবা অভিযোগ করে বলেন, তিন বছর আগে আমি আমার মেয়েকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। কিন্তু সেই বিয়ের পর থেকেই ওর জীবনে শান্তি ছিল না। ওর শ্বশুর, শাশুড়ি, দেবর আর ননদ—সবাই মিলে মেয়েটার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল। অথচ আমার মেয়ে কখনো কিছু বলেনি, সব কিছু মুখ বুজে সহ্য করে গেছে। শেষমেশ নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান গ্লোবাল সংবাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা রজুর প্রক্রিয়াধীন রয়েছে।