Saturday , 6 September 2025

সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ইসরাত জাহানের মৃত্যু

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে হামিদা বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী ইসরাত জাহান। গতকাল বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া কবরস্থানের কাছে ঢাকা থেকে পাবনাগামী একটি বাস এবং সড়ক দুর্ঘটনায় সে মারাত্মকভাবে আহত হয়।

১২ মে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সদা হাস্যোজ্জ্বল এই শিক্ষার্থীর। তবে ভাগ্যের নির্মম পরিহাসে তার আর পরীক্ষায় বসা হলো না।

স্থানীয়রা তাকে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ইসরাত শেষ নিঃশ্বাস ত্যাগ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১২ মে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সদা হাস্যোজ্জ্বল এই শিক্ষার্থীর। তবে ভাগ্যের নির্মম পরিহাসে তার আর পরীক্ষায় বসা হলো না।

ইসরাত জাহানের অকাল মৃত্যুতে হামিদা বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করা হয়েছে—তিনি যেন ইসরাতকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোকাহত পরিবারকে এই বেদনা সহ্য করার শক্তি দেন।

Check Also

সিরাজগঞ্জে প্রথম বার্ষিকী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাতুন নবী (সাঃ)১৪৪৭ হিজরী উপলক্ষ্যে- সিরাজগঞ্জে প্রথম বার্ষিকী …