Wednesday , 8 January 2025

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বিশাল সমাবেশ

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের রামপালের বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

 

 

এসময় বিএনপি নেতা ড. ফরিদুল ইসলাম বলেন, বিএনপির ৩১দফা বাস্তবায়ন ও তারেক রহমানের আদর্শে নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই বিএনপি বিভিন্ন এলাকায় এ সমাবেশ করে যাচ্ছেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, কাজী জাহিদুল ইসলাম, তরফদার এনামুলবহক প্রিন্স ও মোঃ বখতিয়ার সরদার।

এসময় বিএনপি নেতা ড. ফরিদুল ইসলাম বলেন, বিএনপির ৩১দফা বাস্তবায়ন ও তারেক রহমানের আদর্শে নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই বিএনপি বিভিন্ন এলাকায় এ সমাবেশ করে যাচ্ছেন। মুলত তারেক রহমানের নির্দেশনা তৃনমূলের নেতা-কর্মী ও সমর্থকের মাঝে ছড়িয়ে দিতে এবং সকলকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি।

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অবহেলিত এই জনপদের মানুষের উন্নয়নে তারেক রহমানের আদর্শ ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে বলেও জানান ড. ফরিদুল ইসলাম।

 

Check Also

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকদের উপর হামলার

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভোক্তা …