॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরএলাহীতে আওয়ামীলীগ সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে নদী ভাংগনের শিকার ভূমিহীনদের সরকারিভাবে বন্দোবস্ত পাওয়া জমি জোরপূর্বক দখল,ভূমিহীনদের উচ্ছেদ ও সরকারী খাল ভরাট করে মাছের খামার করার প্রতিবাদ ও তাদের ভূমিগুলো পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভূমিহীনরা।

মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা সরকারিভাবে পাওয়া তাদের এই ভূমি প্রশাসনের মাধ্যমে তাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে চরএলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ড গাংচিল গ্রামের কাদিরার চর এলাকায় এ কর্মসূচি পালন করে শত শত ভুক্তভোগী লোকজন।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, রাস্তা নির্মাণের কথা বলে ভূমিহীনদের বোকা বানিয়ে ধানসিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন ওরফে কামাল কোম্পানি এবং চর এলাহি ইউনিয়নের আব্দুর রাজ্জাক তাদের সম্পত্তি এবং সরকারের ঘাস জমি দখল করে মাছের প্রজেক্ট তৈরি করে।
এমনকি তারা নোয়াখালী একমাত্র খাল নোয়াখালী খাল দখল করে ব্যারিকেড দিয়ে দেয় এবং সেখানে মাছের প্রজেক্ট করে। তারা তৎকালীন আওয়ামী লীগ এর লোক হওয়ায় ক্ষতিগ্রস্তরা প্রতিবাদ করতে পারেননি।
মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা সরকারিভাবে পাওয়া তাদের এই ভূমি প্রশাসনের মাধ্যমে তাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল