॥ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে মাছপাড়া ইউপির সাবেক ২বার নির্বাচিত সফল চেয়ারম্যান এবং পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদকে মোবাইল ফোনে কল দিয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মাছপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে মাছপাড়া ইউপির সাবেক ২বার নির্বাচিত চেয়ারম্যান এবং পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, আমাকে আজ (২৯ এপ্রিল) ১২টা ৩২ মিনিটে মোবাইল ফোনে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর পরিণতি ভালো হবে না। আমি আইনি ভাবে প্রতিকার চাই। প্রাণনাশের হুমকিদাতার বিরুদ্ধে তিনি মামলা দায়ের করার হুশিয়ারী দেন।
জানা যায়, বিকাল ৫টায় আয়োজিত কর্মসূচিতে মাছপাড়া ইউপির সাবেক ২বার নির্বাচিত চেয়ারম্যান এবং পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, মাছপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রফিকুল ইসলাম, পাংশা উপজেলা জাসাস’র সহ-সভাপতি মাসুদ রানা, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পাংশা উপজেলা সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন যুবদল নেতা আশরাফুল ইসলাম ও মনির হোসেন খান, মাছপাড়া ইউনিয়ন ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ও পাংশা উপজেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য তুর্কি নাহিদ প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন যুবনেতা এনামুল হক মিন্টু।
মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে মাছপাড়া ইউপির সাবেক ২বার নির্বাচিত চেয়ারম্যান এবং পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, আমাকে আজ (২৯ এপ্রিল) ১২টা ৩২ মিনিটে মোবাইল ফোনে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর পরিণতি ভালো হবে না। আমি আইনি ভাবে প্রতিকার চাই। প্রাণনাশের হুমকিদাতার বিরুদ্ধে তিনি মামলা দায়ের করার হুশিয়ারী দেন।
বিএনপি নেতা শাহাবুদ্দিন আহম্মেদ আরো বলেন, আমি সন্ত্রাস-বিশৃঙ্খলার রাজনীতিকে পছন্দ করিনা। কারো সাথে রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু তার সম্পর্কে মিথ্যাচার ও অশালীন মন্তব্য প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা সমীচীন হবে না। তিনি বিএনপির মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি নেতা শাহাবুদ্দিন আহম্মেদকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শাহাবুদ্দিন আহম্মেদকে প্রাণনাশের হুমকিদাতাসহ সহযোগিদের রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। মাছপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।