Thursday , 8 May 2025

পাংশায় বিএনপি নেতা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

॥  মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা শহরস্থ কালিবাড়ী তিন রাস্তা মোড় সড়কে বুধবার (৭ মে) পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোঃ রফিকুল ইসলামসহ পাট্টা ইউনিয়ন ও তৎসংলগ্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নামে একটি প্রশ্নবিদ্ধ হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো এবং অত্র এলাকায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের বাড়িঘরে লুটপাট-ভাংচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

তৎসংলগ্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নামে একটি প্রশ্নবিদ্ধ হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো এবং অত্র এলাকায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের বাড়িঘরে লুটপাট-ভাংচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে

পাংশা উপজেলা ও পাংশা পৌর বিএনপি এবং সহযোগী সকল অঙ্গ সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর উপস্থাপনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল, পাংশা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক (বকুল মিয়া), বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর রইচ উদ্দিন খান, পাংশা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর ইউসুফ হোসেন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

Check Also

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ 

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥ সু   ন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ …