॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
দি নাজপুরে ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাই করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী পরিষদ।
প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের পার্থীদের অবৈধভাবে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন এবং সেই সকল প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে নিয়োগপ্রাপ্তরা অধিকাংশই গ্রাহকদের সাথে দূর্ব্যবহার করেন তাঁরা পেশাদার সেবা দিতে অক্ষম।
সোমবার ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের উত্তরা ও অগ্রাণি ব্যাংকের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন ইসলামী ব্যাংক সহ দেশের ব্যাংকিং সেক্টরে ২০১৭থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা মাফিয়া এস আলম অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে অবৈধ নিয়োগকৃতদের অনতিবিলম্বে বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ দেয়া হোক।
বক্তারা আরও বলেন মাফিয়া এস আলম ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণে নেওয়ার পর ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাব খাটিয়ে বিভিন্ন জেলার প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের পার্থীদের অবৈধভাবে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন এবং সেই সকল প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে নিয়োগপ্রাপ্তরা অধিকাংশই গ্রাহকদের সাথে দূর্ব্যবহার করেন তাঁরা পেশাদার সেবা দিতে অক্ষম।
তাঁরা বলেন মাফিয়া এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ অনতিবিলম্বে বাতিল করে সারাদেশ থেকে মেধা ভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে শৎ ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান এবং ব্যাংক লুটেরা এস আলম কর্তৃক অযোগ্য কর্মকর্তাদের অপসারণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন মানববন্ধনকারীরা।