Monday , 18 August 2025

হাতিয়া বাংলাবাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন।।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  ॥

হা তিয়ার বাংলা বাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করেছেন চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজারের সর্বস্তরের জনগণ।

 

 

বর্তমানে নদীর তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে হাজার হাজারএকর ফসলিজমি, ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান। এ সময় বক্তারা আরো বলেন, আগামী জুনের পূর্বে বাংলাবাজারে নদীর কূলে জিও ব্যাগের মাধ্যমে বস্তা, ব্লক বাঁধ না করা হলে বাংলাবাজার রক্ষা সম্ভব হবে না ।

সোমবার সকালে বাংলা বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট ফজলে আজিম তুহিন,আক্তার হোসেন (কিরণ), বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন, মোঃ আব্দুর রহিম, সুভাষ মাঝি (মহাদেব মন্দির কমিটির সভাপতি) , নিত্য হরি মাঝি প্রমুখ।

উক্ত মানববন্ধনে এডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, এক সময় বাংলাবাজার ছিল হাতিয়ার ব্যবসায়ীক কেন্দ্রবিন্দু। কিন্তু এই এলাকায় আশির দশক থেকে নদী ভাঙ্গন শুরু হয়ে ৯০ দশকে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করে।

বর্তমানে নদীর তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে হাজার হাজারএকর ফসলিজমি, ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান। এ সময় বক্তারা আরো বলেন, আগামী জুনের পূর্বে বাংলাবাজারে নদীর কূলে জিও ব্যাগের মাধ্যমে বস্তা, ব্লক বাঁধ না করা হলে বাংলাবাজার রক্ষা সম্ভব হবে না ।

উপকূলীয় জেলে পরিবারের নিত্য হরি মাঝি বলেন, সরকার যদি আমাদেরকে নদীর ভাঙ্গা রোধে ব্লক না দেয় তাহলে এবছর আমাদের বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এখানে সনাতনী সম্প্রদায়ের মহাদেব মন্দির টি নদীর ভাঙ্গনে বিলীন হতে চলেছে।

Check Also

পাংশায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সামারি ট্রায়াল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে …