Wednesday , 2 April 2025

হাতিয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  ॥

হা তিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন জাহাজমারা সামাজিক সংগঠন ঐক্য পরিষদ নামীয় সংগঠন।

 

 

সড়কের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। রাস্তার দুরবস্থা, যানবাহনের ফিটনেস না থাকা এবং অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা ঘটে। এসব দেখভাল করার দায়িত্ব যাদের তারা এসব ব্যাপারে উদাসীন।

মঙ্গলবার ( ১ এপ্রিল) দুপুরে ওছখালী প্রধান সড়কের হাতিয়া থানার সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন ,হাতিয়াতে প্রতিবছর অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। আরো বলেন , এগুলো সড়ক দুর্ঘটনা বলা হলেও তা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত হত্যাকান্ড ।

নিরাপদ সড়ক নিয়ে সচেতনতা তৈরিতে আমরা সামনের দিনে আরও কর্মসূচি নিয়ে হাজির হব। সড়কের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। রাস্তার দুরবস্থা, যানবাহনের ফিটনেস না থাকা এবং অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা ঘটে। এসব দেখভাল করার দায়িত্ব যাদের তারা এসব ব্যাপারে উদাসীন। এ কারণেই প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।

মানববন্ধনে বক্তব্য রাখেন , জাহাজমারা সামাজিক ঐক্য সংগঠনের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ,মানবিক হাতিয়া সংগঠনের সভাপতি মোঃজসিম উদ্দিন, জাহাজমারা ফাউন্ডেশন সভাপতি মাহবুব রাহমানী, দ্বীপাঞ্চল হাতিয়া এডমিন প্যানাল জুয়েল রানা, চরহেয়ার ফাউন্ডেশন পরিচালক জুলিয়ান ওয়াহিদ,স্থানীয় জনকল্যাণ সমিতি সভাপতি আবদুল হান্নান সহ প্রমুখ।

মানববন্ধন শেষে তারা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করেন । এ সময় হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সংগঠনের উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন শীঘ্রই বিভিন্ন জায়গায় চেকপোস্ট বাসাবো এবং মোটরসাইকেল চালকও যাত্রীর হেলমেট ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করব।

Check Also

সাতক্ষীরার পরিবহন কাউন্টারে মোবাইল কোর্টের অভিযান: টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী যাত্রা নির্বিঘ্নে …