Friday , 16 January 2026

উল্লাপাড়ায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষকের অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

তিরিক্ত বেতন, ভর্তি বাণিজ্য ও অভিভাবক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মজিদ অতিরিক্ত বেতন নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “শিক্ষক-কর্মচারীদের বেতন ঘাটতি পূরণ করতেই আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন নিচ্ছি।”

সোমবার বেলা ১১ টায় উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্কুলটি এমপিওভুক্ত হলেও নির্ধারিত সরকারি বেতনের চেয়ে তিনগুণ পর্যন্ত অতিরিক্ত বেতন আদায় করা হচ্ছে।

জানা যায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শ্রেণিভিত্তিক মাসিক বেতন নির্ধারণ করে দেওয়া হয়। সেই অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত যথাক্রমে ২০০, ২২০, ২৪০ ও ২৫০ টাকা বেতন নির্ধারিত হলেও মোমেনা আলী বিজ্ঞান স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০ টাকা পর্যন্ত আদায় করছে।

অভিভাবকদের অভিযোগ, প্রথম দুই মাস সরকারি নির্ধারিত হারে বেতন নেওয়া হলেও পরবর্তীতে প্রধান শিক্ষক আব্দুল মজিদের নির্দেশে অতিরিক্ত বেতন আদায় শুরু হয়। কেউ প্রতিবাদ করলে তাদের সন্তানদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এক অভিভাবক কামরুন্নাহার অভিযোগ করেন, অতিরিক্ত বেতন নিয়ে প্রতিবাদ করায় স্কুলের এক কর্মচারী তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ বিষয়ে তিনি স্কুল পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিভাবক আলী আশরাফ, কামরুন্নাহার ও রাজিয়া বলেন, অতিরিক্ত বেতন দিতে অসম্মতি জানালে আমাদের সন্তানদের ভর্তি বাতিলের হুমকি দেওয়া হয়। এছাড়াও, স্কুলের পিয়ন ও দারোয়ানদের মাধ্যমে অভিভাবকদের হেনস্তা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মজিদ অতিরিক্ত বেতন নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “শিক্ষক-কর্মচারীদের বেতন ঘাটতি পূরণ করতেই আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন নিচ্ছি।”

মানববন্ধন শেষে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুল পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন। সভাপতি স্মারকলিপি গ্রহণ করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

Check Also

সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত প্রতিযোগিতা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শু ক্রবার ১৬ জানুয়ারী ২০২৬ উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ …