Wednesday , 31 December 2025

উল্লাপাড়ায় বিএনপির মনোনয়ন বঞ্চিত আজাদ সমর্থকদের মানববন্ধন

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জে-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা তারুণ্যে অহংকার তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উল্লাপাড়া বিএনপির ত্যাগি নেতা আজাদ হোসেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার নামে ৫০ টির উপরে মামলা হয়েছে।

১৫ নভেম্বর শনিবার সকাল ১১ টায় বিএনপির উপজেলা কর্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের সমর্থকেরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিবলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম আউলিয়া, যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওসার, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন।

মানববন্ধনে বক্তারা তারুণ্যে অহংকার তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উল্লাপাড়া বিএনপির ত্যাগি নেতা আজাদ হোসেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার নামে ৫০ টির উপরে মামলা হয়েছে।

আজাদ ভাইয়ের মায়ের জানাজায় অংশ নিতে দেয়া হয় নাই। ফ্যাসিস্ট আমলে তিনি প্রায় ৪ বছর জেলে ছিলেন। তার নেতৃত্বে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি আমরা পালন করেছি। তাই তাকে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানাচ্ছি।

Check Also

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে চলছে শোক ও স্বাক্ষর কর্মসূচি

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ তি নবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ …