॥ আরজু আক্তার,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
হা তিয়ায় দ্বীপ নিউ মার্কেটের টেইলার্স সমিতির উপদেষ্টা মো. হেলাল উদ্দিনকে কুপিয়ে আহত ও হত্যা চেষ্টার প্রতিবাদে একমঙ্গলবার সকালে হাতিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ডে পাঁচ বিঘা গ্রামে, হেলাল উদ্দিনের বাড়ীতে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলা প্রধান সড়কের জিরো পয়েন্টে হাতিয়া দ্বীপ ব্যবসায়ী সমবায় সমিতি ও হাতিয়া শহর টেইলার্স সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সকালে হাতিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ডে পাঁচ বিঘা গ্রামে, হেলাল উদ্দিনের বাড়ীতে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাতিয়া শহর টেইলার্স সমিতির সভাপতি মো. সাহাদাত হোসেন, সহ সভাপতি মো. ইলিয়াছ, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. রিদন, উপদেষ্টা মোহাম্মদ আলী, হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের ব্যবসায়ী মো. ফরহাদ উদ্দিন, সুমন বস্ত্র বিতানের মালিক মো. সুমন, ভুক্তভোগী পরিবারের সদস্য হাফেজ মো. নিজাম, মো. জামাল উদ্দিন সহ সমিতির সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
আহত হেলালের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, সন্ত্রাসী নোমান ও তার দোসরা অনেকদিন ধরে বেআইনী ও জোর পূর্বক আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা করছে। তারা বিভিন্ন সময়ে হয়রানি করে আসছে। তাদের উদেশ্য সফল করতে না পেরে হামলা করে হত্যার চেষ্টা করে । ঘটনার দিন সন্ত্রাসী নোমান হেলালকে হত্যার উদ্দ্যেশে মারমুখী হইয়া বাড়ীতে গিয়ে আক্রমণ করে। এতে হেলালের মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় বাধা দিতে গেলে হেলালের পরিবার পরিজন সহ অনেকেই আহত হয়।
পরে আহতদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে হেলালের স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার হাতিয়া কোর্টে নোমানকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর (২০/২৫) একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হাতিয়া থানা ওসিকে এফআইআর করার নির্দেশ প্রদান করেন।
এবিষয়ে হাতিয়া থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একেএম আজমল হুদা, বলেন আদালত থেকে মামলাটি পেয়েছি। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।