Saturday , 5 April 2025

বাগেরহাট-৩ সংসদীয় আসনে ইদ্রিস আলীকে আ’লীগের মনোনীত প্রার্থী করার দাবিতে মোংলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

॥ ইউসুফ সুমন, বাগেরহাট প্রতিনিধি ॥

সন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল (বাগেরহাট-৩) সংসদীয় আসনে বীর মুক্তিযোদ্ধা ও মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ইজাদারকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করার দাবিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

 

স্থানীয়ভাবে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে তাঁর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভুমিকা ও অবদান রয়েছে। এ ছাড়া বিগত ২০ বছর ধরে তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে।

আজ বুধবার দুপুর ১২ টায় মোংলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার প্রবীন রাজনীতিবিদ।

স্থানীয়ভাবে আওয়ামীলীগকে সুসংগঠিত করতে তাঁর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভুমিকা ও অবদান রয়েছে। এ ছাড়া বিগত ২০ বছর ধরে তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে।

কয়েক দফায় ইউপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। মুক্তিযুদ্ধকালীন অবদান এবং স্থানীয় আওয়ামীগকে সংগঠিত করার স্বীকৃতি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইদ্রিস আলী ইজাদারকে দলীয় মনোনীত প্রার্থী করার দাবি জানান মুক্তিযোদ্ধারা।

এর আগে সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারাদার।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, সমর বিশ্বাস, রুস্তুম শিকারী, রঞ্জিৎ দাস, রমেশ হালদার, সালাম মৃধা প্রমুখ। এ সময় বক্তারা সবাই ইদ্রিস আলী ইজারাদারকে নৌকার প্রার্থী হিসেবে সমর্থন জানান।

Check Also

পাংশায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার …