॥ মোক্তার হোসেন, ষ্টাফ রিপোর্টার ॥
দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি নিপীড়ন ও শিশু ধর্ষণ ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে সোমবার (১০ মার্চ) দুপুরে পাংশা থানা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় মানববন্ধন কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, দুপুর ১২টার দিকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. শরিফুল ইসলাম, পাংশা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মাসুম খান, পাংশা উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মনিরুজ্জামান, গণঅধিকার পরিষদের নেতা মামুন অর রশিদ, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, যুব অধিকার পরিষদের নেতা সেলিম রেজা ও রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম প্রমূখ বক্তব্য রাখেন।
দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় মানববন্ধন কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।