Thursday , 14 August 2025

তুহিন হত্যার প্রতিবাদে কবিরহাটে বিএমএসএফে’র প্রতিবাদে ও মানববন্ধন,

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

গা জীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নোয়াখালীর কবিরহাটে শাখা উদ্যোগে প্রতিবাদ মানববন্ধন পালন করা হয়েছে।

 

সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় হুমকি।

শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। কবিরহাট উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জহিরুল হক জহিরের সভাপতিত্বে সহ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমএসএফ এর কেন্দ্রীয় নেতা মানিক ভূঁইয়া, কবির হাট উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সম্পাদক নুর আলাম বিপ্লব, সহসভাপতি আবদুল্লাহ চৌধুরী , সহ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, সহসম্পাদক আহছানউল্লা মোহন, সাংবাদিক মহিউদ্দিন রবিন, সাংবাদিক সিরাজউল্লা,

এ সময় বক্তারা সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় হুমকি। বক্তৃতারা
বলেন দেশ স্বাধীন এর পর কখনো সাংবাদিকরা মুক্ত সংবাদ পরিবেশন করতে পারে নাই, ক্ষমতাশীনরা সাংবাদিকদের কন্ঠরোধ করে রাখতে চায়।সঠিক সৎ সাংবাদিক সরকারের রোষানলে পড়ে,আগামীতে আমরা মুক্ত ভাবে লিখতে চাই,

বাকস্বাধীনতা চাই, একজন সাংবাদিক এর সংবাদ সংগ্রহ করা আজ ঝুকিপূর্ণ হয়ে গেছে, সাংবাদিকরা লিখলে দেশে মুক্ত গণতন্ত্র থাকবে, ভবিষ্যতে কোন সাংবাদিক এর উপর হামলা যেন না হয়,আমরা সকল মফস্বল সাংবাদিকবৃন্দ ঐক্য থাকতে হবে, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা এ আর আজাদ সোহেল, কবিরহাট উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ- সভাপতি মোঃ আজিম সহসভাপতি আহছানউল্লা, অর্থ সম্পাদক মোহাম্মদ হারুন,সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহীদ উদ্দীন মুন্না,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য অজুন ভৌমিক, মোহাম্মদ শাহাজাহান, আব্দুর রব,মোহাম্মদ আবদুল হালিম, সাংবাদিক মোঃ শহিদ,বাবু শুদাংসু,

Check Also

মোংলায় অবৈধ কাঁকড়ার নৌকায় চাঁদাবাজি, আটক একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার হওয়া কাঁকড়ার …