Tuesday , 15 April 2025

সাতক্ষীরায় সাংবাদিকদের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

তিমের সম্পদ আত্মসাৎকারী এসএম নাসির উদ্দিন লিটনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জিএম আমিনুল হকসহ সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও হত্যার হুমকি এবং মামলায় দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বক্তারা বলেন, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কলমের ভাষা স্থাবদ্ধ করা যাবে না। ষড়যন্ত্রকারী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আসতে হবে। বক্তারা আরও বলেন, একজন সাংবাদিক হয়রানির শিকার হলে শুধু সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের সাংবাদিকরা প্রতিবাদে প্রয়োজন রাস্তায় নামবে।

মঙ্গলবার (০৮ এপ্রিল/২০২৫) দুপুরে বিডিএফ প্রেসক্লাবের আয়োজনে ব্রহ্মরাজপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান হিসাবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, চ্যানেল টুয়েন্টিফোরের আমেনা বিলকিস ময়না, ডিবিসি টিভির এম বেল্লাহ হোসেন, বাংলা ট্রিবিউনের সরদার মোঃ আসাদুজ্জামান, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার মাজহারুল ইসলাম, ঢাকা টাইমসের হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, কালের চিত্রের গাজী হাবিব, গ্রামের কথার কামরুল ইসলাম, সাতক্ষীরা ভিশনের জাহিদ হোসেন, মিলন হোসেন, কদম তলা প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, রায়হান হোসেন, সবুজ হোসেন, মিলন হোসেন, আদিত্য মল্লিক, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম আমিনুল হক, এমএ মাজেদ, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন, ইসমাইল হোসেন, আসাদুল ইসলাম, এম এম মনিরুজ্জামান জয়নাল, শরীফুল ইসলাম রানা, সুজন ঘোষ, সুশীল সমাজের সদস্য সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কলমের ভাষা স্থাবদ্ধ করা যাবে না। ষড়যন্ত্রকারী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আসতে হবে। বক্তারা আরও বলেন, একজন সাংবাদিক হয়রানির শিকার হলে শুধু সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের সাংবাদিকরা প্রতিবাদে প্রয়োজন রাস্তায় নামবে। একজন আমিনুলের কিছু হলে সারা বাংলাদেশের রাজপথে লক্ষ লক্ষ আমিনুল রাস্তায় নামবে।

পৈত্রিক সম্পত্তিতে এতিমের অংশ ফেরত পেতে, বঞ্চিত মানুষের অধিকার আদায়ে গণমাধ্যম কর্মীরা যাতে স্বাধীন ভাবে সংবাদ পরিবেশন করতে পারে সেজন্য আগামী দুই সপ্তাহের মধ্যে অর্থ আত্মসাৎকারী মামলাবাজ নাসির উদ্দিন লিটন এবং তার দোসরদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ, সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন লিটন তার প্রয়াত বড়ভাই হেলাল উদ্দিনের এতিম শিশু কন্যা রূহী এবং বিধবা স্ত্রী শাহেদা আনসারী রুমির স্থাবর ও অস্থাবর সম্পত্তি সুকৌশলে আত্মসাৎ করতে একেরপর এক মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘ সাত বছর হয়রানি করে চলেছে।

গত ২২ মার্চ সকালে সাহেদা আনসারী রুমি বিডিএফ প্রেসক্লাবে দেবর এসএম নাসির উদ্দিন লিটনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সম্মেলনের উপর ভিত্তি করে দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি জিএম আমিনুল হক ও বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলীসহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টার প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Check Also

হাতিয়া বাংলাবাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন।।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  ॥ হা তিয়ার বাংলা বাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন …