Thursday , 11 December 2025

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মানবাধিকার দিবস পালন আলোচনা সভা, র‍্যালি ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনব্যাপী আলোচনা সভা, র‍্যালি এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে মানবাধিকার রক্ষায় সচেতনতা তৈরি করা হয়।

 

এনডিপির উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপন একই দিনে এনডিপির উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও খাবার বিতরণ, বুধবার দুপুরে উপজেলা চত্বরে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্যাট্রিয়ট এগ্রো লিমিটেডের ইনচার্জ আব্দুর রব শোভোন তামালের সরকার। সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য হাসিবুর রহমান হাসিব।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়ের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইবনে সাইদ সজল।

সভা শেষে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মানবাধিকার ফাউন্ডেশনের র‍্যালি ও আলোচনা সভা, অপরদিকে সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার আয়োজনে ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুশান্ত কুমার তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক আয়নাল হক। এ সময় আরো বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সম্পাদক আবু সামাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এনডিপির উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপন একই দিনে এনডিপির উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. আমির হোসেন। সভায় সভাপতিত্ব করেন এনডিপির এম অ্যান্ড ই বিভাগের উপপরিচালক এবং প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ।

সভায় বক্তব্য রাখেন— চায়না খাতুন, রানিকা খাতুন, আসমত আলী খান, শিক্ষক জাকির হোসেন সরকার, শিউলি খাতুন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, ফোরামের সভাপতি মুক্তি খাতুন প্রমুখ। সমাপনী, মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। রায়গঞ্জে তিনটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচি মানবাধিকার রক্ষায় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

হাতিয়ার মানুষ চাইলে নির্বাচন করব, না হয় করব না — এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ।।

॥ আরজু আক্তার, হাতিয়া, (নোয়াখালী) প্রতিনিধি ॥ জা তীয় নাগরিক পার্টির (এনসিপি’র) সিনিয়র যুগ্ম মুখ্য …